আসামের সংখ্যালঘুদের জন্য প্রাক ম্যাট্রিক স্কলারশিপ স্কিম সংক্রান্ত বহু কোটি টাকার কেলেঙ্কারির ঘটনায় আসাম পুলিশের সিআইডি দু’জনকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার প্রধান আসামি ইউসুফ আলী ও সুকুমউদ্দিনকে যথাক্রমে পশ্চিম আসামের গোয়ালপাড়া জেলার মানকোচা গ্রাম এবং কামরূপ জেলার ছায়গাঁও অঞ্চল থেকে গ্রেপ্তার করা হয়েছিল।
ইউসুফ গোলপাড়ার নেপালিখুটি এলাকায় অবস্থিত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কাস্টমার সার্ভিস পয়েন্টের (সিএসপি) মালিক, সুকুমউদ্দিন ছায়গাঁওয়ের চম্পুপাড়া বাজারে অবস্থিত ব্যাংক অফ বরোদার সিএসপি-র মালিক।
সিআইডি কেলেঙ্কারিটি আবিষ্কারের পরে দুজনই পলাতক ছিল।