প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিংহের মৃত্যুবার্ষিকী পালন করল কংগ্রেস

Dec 10, 2025

প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিংহের মৃত্যুবার্ষিকী পালন করল কংগ্রেস

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

রাজ্যে বর্তমানে চলমান বিদ্বেষের রাজনৈতিক আবহ মুছে ফেলতে গেলে শচীন্দ্র লাল সিংহের আদর্শ এবং দর্শনকে সামনে রেখে চলতে হবে। মঙ্গলবার প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিংহের ২৫ তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে এই কথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।

মঙ্গলবার প্রয়াত  প্রাক্তন মুখ্যমন্ত্রী শচীন্দ্র লালসিংহের ২৫ তম মৃত্যুবার্ষিকী পালন করল প্রদেশ কংগ্রেস ।এই উপলক্ষে কংগ্রেস ভবনে তাকে স্মরণ করেন কংগ্রেস নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিংহের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে নেতৃবৃন্দ শ্রদ্ধা জ্ঞাপন করেন ।এই প্রসঙ্গে পি সি সি সভাপতি আশীষ কুমার সাহা জানান ,রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন শচীন্দ্র লাল সিংহ ।তিনি জনজাতি, বাঙালি সহ সকল অংশের মানুষের কাছে শচীনদা হিসেবে পরিচিত ছিলেন। মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে কৃষি ,শিক্ষা ,স্বাস্থ্য ,যোগাযোগ ব্যবস্থা এবং মানুষের কর্মসংস্থানের জন্য অনবদ্য ভূমিকা পালন করেছিলেন তিনি ।উনার প্রাসঙ্গিকতা আজও  রয়েছে ।প্রদেশ কংগ্রেস সভাপতি আরো বলেন ,বর্তমান সময়ে যে বিদ্বেষের রাজনীতির আবহ তৈরি হয়েছে তা মুছে ফেলতে গেলে শচীন্দ্র লাল সিংহের আদর্শ এবং দর্শনকে সামনে রেখে আমাদের চলতে হবে।

প্রয়াত রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিংহের মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে এদিন কংগ্রেস ভবনে এক আলোচনা সভার আয়োজন করা হয় ।এই আলোচনা সভায় তার জীবন এবং দর্শন নিয়ে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বিভাগ