উদয়পুর জামজুরি বৈষ্ণবী চর এলাকায় দীর্ঘ বছর ধরে রাস্তার বেহাল অবস্থা। এলাকাটি কৃষি প্রধান এলাকা হিসেবে পরিচিত। রাস্তা বেহাল অবস্থার কারনে কৃষকরা তাদের উৎপাদিত ফসল বাজার জাত করতে পারছিল না। সামান্য বৃষ্টি হলে রাস্তায় জল জমে যেত। বিদ্যালয়ে শিক্ষক - শিক্ষিকা থেকে শুরু করে ছাত্র- ছাত্রীরা বিদ্যালয়ে যেতে পারতনা।এলাকায় কেউ অসুস্থ হলে পড়ে রাস্তা খারাপের ফলে কোন গাড়ি এলাকায় প্রবেশ করতে না পারার ফলে হাসপাতালে কিংবা কোন চিকিৎসকের কাছে নিয়ে যেতে পারতো না। অবশেষে এলাকা বাসীর পক্ষ থেকে কাঁকড়াবন পূর্ত দপ্তরের আধিকারিকের কাছে স্মরনাপন্ন হয়ে রাস্তা নির্মাণ করে দেবার দাবি জানানো হয়। অবশেষে কাঁকড়াবন পূর্ত দপ্তরের এস ডি ও পার্থ প্রতিম দেবনাথ একদিন এলাকায় গিয়ে পরিদর্শন করে আসার পর ইতিমধ্যে রাস্তা নির্মাণ করে দেওয়া হয়।আর এতে করে এলাকার কৃষকরা খুবই খুশি। এলাকার কৃষক নীলেন্দ্র দাশ এক সাক্ষাৎকারে বলেন, দীর্ঘ বছর পর উদয়পুর কাঁকড়াবন পূর্ত দপ্তরের এস ডি ও পার্থ প্রতিম দেবনাথের উদ্দ্যেগে জামজুরি বৈষ্ণবী চর এলাকায় রাস্তা নির্মাণ করে দেবার ফলে এলাকার কৃষকরা বর্তমানে তাদের উৎপাদিত ফসল বাজার জাত করতে পারছে।এখন এলাকায় গাড়ি প্রবেশ করতে পারে। ফলে জমির উৎপাদিত ফসল এখন আর কাঁদে কিংবা মাতায়করে নিয়ে যেতে হয় না। গাড়ি করে নিয়ে যায় আর ফসলের বাজার খুব ভালো। রাস্তা নির্মাণ করে দেবার ফলে এখন আর রাস্তায় জল জমে না। বৃষ্টি হলে ও এখন আর রাস্তায় জল জমে না ফলে এলাকার ছেলে মেয়েরা বিদ্যালয় মুখী হতে পারছে।এলাকায় গাড়ি প্রবেশ করতে পারে। ফলে কেউ অসুস্থ হলে গাড়ি করে হাসপাতাল মুখি হতে পারছে রোগীদের নিয়ে।রাজ্য সরকারের পূর্ত দপ্তরের উদ্দ্যেগে রাস্তা নির্মাণ করে দেবার ফলে এলাকার লোকজন খুবই খুশি এবং দপ্তরের এস ডি ও পার্থ প্রতিম দেবনাথ কে অনেক সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।