জিবি'র ওটি এবং ট্রমা সেন্টার ঘুরে দেখলেন নতুন এম এস.

Dec 10, 2025

জিবি'র ওটি এবং ট্রমা সেন্টার ঘুরে দেখলেন নতুন এম এস.

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

মেডিকেল সুপারের দায়িত্ব নেওয়ার পর মঙ্গলবার প্রথমবারের মতো মেগা ভিজিটে বেরিয়ে অপারেশন সেন্টার এবং ট্রমা সেন্টার পরিদর্শন করেন জিবি হাসপাতালের এম এস ডাক্তার বিধান গোস্বামী ।তার সাথে পিডাব্লিউডি, ম্যাকানিক্যাল এবং বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা সহ এজিএমসির প্রিন্সিপাল ও অন্যান্যরা ছিলেন।

জিবি হাসপাতালের ওটি গুলিকে অত্যাধুনিক করে গড়ে তোলা হবে ।স্বাস্থ্য দপ্তরের নির্দেশেই এই উদ্যোগ গ্রহণ করা হবে মঙ্গলবার জিবি হাসপাতালের নতুন দায়িত্বপ্রাপ্ত মেডিকেল সুপার ডাক্তার বিধান গোস্বামী ওটি পরিদর্শন শেষে এই কথা জানান। এদিন হাসপাতালের ওটি এবং ট্রমা সেন্টার পরিদর্শনে যান তিনি ।তার সাথে ছিলেন এজিএমসির অধ্যক্ষ ,জিবি হাসপাতালে ডেপুটি এম এস সহ পুর্ত দপ্তর ,বিদ্যুৎ দপ্তর এবং অন্যান্য দপ্তরের আধিকারিকরা ।    জিবি হাসপাতালে প্রতি মঙ্গলবারই একটা মেগা ভিজিট সংঘটিত করা হয় ।বিভিন্ন ডিপার্টমেন্ট পরিদর্শনে করে কি কি সমস্যা রয়েছে তা জানা হয়। জিবি হাসপাতালের দীর্ঘদিনের এই রুটিন মেগা ভিজিট প্রথা চালু রয়েছে। হাসপাতালের নতুন মেডিকেল সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো মেগা ভিজিটে বের হন হাসপাতালের এমএস ডাক্তার বিধান গোস্বামী।। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, প্রথমে ওটিগুলি পরিদর্শন করেন তিনি ।ওটি গুলি আধুনিকভাবে গড়ে তোলা হবে ।স্বাস্থ্য দপ্তরের নির্দেশেই এই উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান তিনি ।ট্রমা সেন্টার পরিদর্শন কালে তিনি জানান ,সমস্যা রয়েছে বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলে সবাই মিলে বসে সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করা হবে ।ট্রমা সেন্টারে কর্মীসল্পতাও রয়েছে বলে জানান তিনি।

এদিন জিবি হাসপাতালের নতুন মেডিকেল সুপার ডাক্তার বিধান গোস্বামী আরো জানান ,একাধিক ডিপার্টমেন্টে হুইল চেয়ার এবং স্টেচারের স্বল্পতা রয়েছে ।তবে এতটা স্বল্পতা নেই যে কাজ বন্ধ হয়ে রয়েছে।

বিভাগ