রাজধানীর রামনগরের ডাক্তারি পড়ুয়া সপ্তর্ষী দাসসহ মোট চারজন

Dec 10, 2025

রাজধানীর রামনগরের ডাক্তারি পড়ুয়া সপ্তর্ষী দাসসহ মোট চারজন

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

রাজধানীর রামনগরের ডাক্তারি পড়ুয়া সপ্তর্ষী দাসসহ মোট চারজন এমবিবিএস ছাত্র উত্তর প্রদেশের আমরোহা জেলায় দিল্লি–লখনউ জাতীয় সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকাজুড়ে। আজ মৃত সপ্তর্ষীর বাড়িতে যান বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী সহ সিপিআইএমের অন্যান্য শীর্ষ নেতৃত্ব। আজ রামনগরে সপ্তর্ষীর বাসভবনে উপস্থিত হয়ে জীতেন্দ্র চৌধুরী পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা কোনওভাবেই সহনীয় নয়। পরিবারের পাশে আমরা সবসময় আছি। তিনি তার বিদেহী আত্মার সদগতি কামনা করে পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান। পরিবারের সদস্যরা যেন দ্রুত শোক কাটিয়ে পুনরায় জীবনে এগিয়ে যেতে পারেন। তাছাড়া, সিপিআইএম নেতৃত্বও পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

বিভাগ