মেলা দেখতে গিয়ে আহত এক যুবক।

Dec 10, 2025

মেলা দেখতে গিয়ে আহত এক যুবক।

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ\

 গর্জি নাতিনটিলা মেলা দেখতে গিয়ে ছিল সুব্রত মুড়া সিং নামে এক যুবক।হঠাৎ মেলা কমিটির সদস্যরা দেখতে পায় সুব্রত মুড়া সিং মেলা চত্বরে রাস্তায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে গর্জি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাকে গোমতী জেলা হাসপাতালে রেফার করা হয়। এদিকে মেলা কমিটির যুবকরা জানান,আহত যুবককে তার বোনের জামাই এর সঙ্গে কোন একটা বিষয় নিয়ে প্রথমে কথা কাটাকাটি পরে হাতাহাতি হয় আর এতে শালক সুব্রত মুড়া সিং কে মারধর করা হয় ফলে আহত হয় সুব্রত মুড়া সিং। বর্তমানে আহত অবস্থায় সুব্রত মুড়া সিং গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

বিভাগ