১৩ ও ১৪ ডিসেম্বর নারী সমিতির ২১ তম রাজ্য সম্মেলন

Dec 10, 2025

১৩ ও ১৪ ডিসেম্বর নারী সমিতির ২১ তম রাজ্য সম্মেলন

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

নারীদের আত্মরক্ষার লড়াই জোরদার করা ,সম্প্রীতি  রক্ষা সুদৃঢ় করা এবং পদদলিত গণতন্ত্র রক্ষার আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়ে ১৩ এবং ১৪ ডিসেম্বর ২১তম রাজ্য সম্মেলন হচ্ছে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির। আগরতলা টাউনহলে হবে এই সম্মেলন ।সম্মেলন উপলক্ষে ১৩ ডিসেম্বর দুপুর বারোটায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়েছে।আগামী ২৫ থেকে ২৮ জানুয়ারি হায়দ্রাবাদে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির কেন্দ্রীয় কমিটির ত্রয়োদশ  সম্মেলন অনুষ্ঠিত হবে ।এর আগে আগামী ১৩ এবং ১৪ ডিসেম্বর সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য  সম্মেলন অনুষ্ঠিত হবে আগরতলা টাউনহলে ।১৩ ডিসেম্বর শহীদ বেদীতে মাল্যদানের মধ্য দিয়ে শুরু হবে এই সম্মেলন। দুপুর 12:00 টায় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে প্রকাশ্য সমাবেশ ।বিকেল চারটা থেকে শুরু হবে রাজ্য সম্মেলনের ঘরোয়া  আলোচনা ।প্রকাশ্য সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সর্বভারতীয় সভানেত্রী পিকে শ্রীমতি ।এছাড়াও উপস্থিত থাকবেন সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা মরিয়ম ধাওয়াল ।সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখবেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী । এদিন সাংবাদিক সম্মেলনে এই কথা জানান সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্যা রমা দাস।

সাংবাদিক সম্মেলনের নারী নেত্রীবৃন্দ জানান , ২০১৮ সালের পর থেকে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সভ্য পদ অভিযানে ব্যাপক আক্রমণ সংঘটিত করা হয়েছে ।এরপরও সংগঠনের কর্মীরা গোপনে সভ্যপদ সংগ্রহ অভিযান চালিয়ে গেছেন ।বর্তমান সময়ে সংগঠনের সভ্যপদ অনেকটাই বেড়েছে বলে দাবি করেন নারী নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ আরো জানান প্রকাশ্য সম্মেলনে রাজধানীর প্যারাডাইস চৌমুহনী, রাধানগর এবং পূর্বতন জেলখানা থেকে  থেকে তিনটি ব্রিগেড যোগদান করবে।সন্মেলনে সারা রাজ্য থেকে ৪২০ জন প্রতিনিধি অংশ গ্রহন করবেন।

বিভাগ