নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ডায়মণ্ড হারবার মডেলের নতুন স্লোগান - "হিন্দু মুসলিম মারাতে এসেছো, পেছনে ঢুকিয়ে দেবো একেবারে তোমাদের"....। সোমবার ভিডিয়ো-সহযোগে বিষয়টি নিয়ে কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যিনি ওই অশালীন মন্তব্য করেছেন, শুভেন্দুবাবু লিখেছেন, “ইনি ভাইপোর ডায়মণ্ড হারবার মডেলের মেটিয়াবুরুজ বিধানসভার রবীন্দ্রনগর থানার আই. সি - সুজন কুমার রায়। মেটিয়াবুরুজ মণ্ডল ৩ এর বিজেপির কর্মী ও কার্যকর্তারা দুর্গা পুজোয় একটা ছোট বুক স্টল দিয়েছে, এবং ঐ স্টল থেকে পুজো উপহার হিসেবে কিছু নতুন বস্ত্র মায়েদের হাতে তুলে দেওয়া হচ্ছিলো। ব্যস ওমনি কীর্তিমান আই. সি - সুজন কুমার রায় এবং এস. আই - সেক কবির এসে ইচ্ছাকৃত প্রোগ্রামের ব্যাঘাত ঘটানোর জন্যে পুলিশি সন্ত্রাস চালায়। সাথে কীর্তিমান আই. সির উক্তি ছিলো - "পেছনে ঢুকিয়ে দেবো তোমাদের সব"।এই ঘটনার তীব্র নিন্দা করি। মমতা বন্দ্যোপাধ্যায় যতই চেষ্টা করুন পুলিশ দিয়ে বিজেপির সেবাদানে বাধা দেবেন আপনি পারবেন না। আপনাকে নন্দীগ্রামে আটকেছি এবার পশ্চিমবঙ্গে আটকে দেবো।”