“আপনাকে নন্দীগ্রামে আটকেছি এবার পশ্চিমবঙ্গে আটকে দেবো”, মমতাকে কটাক্ষ শুভেন্দুর

Nov 30, 2025

“আপনাকে নন্দীগ্রামে আটকেছি এবার পশ্চিমবঙ্গে আটকে দেবো”, মমতাকে কটাক্ষ শুভেন্দুর

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ডায়মণ্ড হারবার মডেলের নতুন স্লোগান - "হিন্দু মুসলিম মারাতে এসেছো, পেছনে ঢুকিয়ে দেবো একেবারে তোমাদের"....। সোমবার ভিডিয়ো-সহযোগে বিষয়টি নিয়ে কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যিনি ওই অশালীন মন্তব্য করেছেন, শুভেন্দুবাবু লিখেছেন, “ইনি ভাইপোর ডায়মণ্ড হারবার মডেলের মেটিয়াবুরুজ বিধানসভার রবীন্দ্রনগর থানার আই. সি - সুজন কুমার রায়। মেটিয়াবুরুজ মণ্ডল ৩ এর বিজেপির কর্মী ও কার্যকর্তারা দুর্গা পুজোয় একটা ছোট বুক স্টল দিয়েছে, এবং ঐ স্টল থেকে পুজো উপহার হিসেবে কিছু নতুন বস্ত্র মায়েদের হাতে তুলে দেওয়া হচ্ছিলো। ব্যস ওমনি কীর্তিমান আই. সি - সুজন কুমার রায় এবং এস. আই - সেক কবির এসে ইচ্ছাকৃত প্রোগ্রামের ব্যাঘাত ঘটানোর জন্যে পুলিশি সন্ত্রাস চালায়। সাথে কীর্তিমান আই. সির উক্তি ছিলো - "পেছনে ঢুকিয়ে দেবো তোমাদের সব"।এই ঘটনার তীব্র নিন্দা করি। মমতা বন্দ্যোপাধ্যায় যতই চেষ্টা করুন পুলিশ দিয়ে বিজেপির সেবাদানে বাধা দেবেন আপনি পারবেন না। আপনাকে নন্দীগ্রামে আটকেছি এবার পশ্চিমবঙ্গে আটকে দেবো।”

বিভাগ