ইতিহাস গড়লেন লাউতারো মার্টিনেজ

Dec 01, 2025

ইতিহাস গড়লেন লাউতারো মার্টিনেজ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ সিরি ‘আ’ লিগের পয়েন্ট টেবিলে অবস্থান ধরে রাখতে ইন্টার মিলানের জন্য রোববার (৩০ নভেম্বর) পিসার বিপক্ষে ম্যাচটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। টানা দুই ম্যাচ হারের পর আবার পয়েন্ট হারানোর আশঙ্কা দেখা দিলেও আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ জোড়া গোল করে দলকে জয় এনে দেন।ম্যাচে ৬৯ মিনিটে ইন্টারকে এগিয়ে দেন মার্টিনেজ, এরপর ৮৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। এই ম্যাচটি তার জন্য ছিল বিশেষ, নতুন মাইলফলক স্পর্শ করলেন তিনি। সিরি ‘আ’-তে এটি তার ২৫০তম ম্যাচ। পাশাপাশি ইতালিয়ান শীর্ষ লিগে মোট ২৯টি ভিন্ন ক্লাবের বিপক্ষে গোল করার রেকর্ড গড়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন তিনি। এই রেকর্ড এখন পর্যন্ত কোনো ফুটবলার গড়তে পারেননি।

বিভাগ