নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বিএসএফ-এর প্রতিষ্ঠা দিবসে সাহসী এই বাহিনীর প্রতিটি জওয়ান ও তাঁদের পরিবারকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স মাধ্যমে তিনি জানান, বিএসএফ দেশপ্রেমের সমার্থক একটি শক্তি। সোমবার সকালে এক্স মাধ্যমে অমিত শাহ জানান, "বিএসএফ কর্মীদের এবং তাঁদের পরিবারবর্গকে প্রতিষ্ঠা দিবসের উষ্ণ শুভেচ্ছা। প্রচণ্ড দেশপ্রেমের সমার্থক শক্তি, বিএসএফ সর্বদা দেশের সম্মানকে সমুন্নত রেখেছে এবং বীরত্বের সঙ্গে নাগরিকদের মঙ্গল রক্ষা করেছে। সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে তাঁরা যে দেশপ্রেমের অমর শিখা প্রজ্বলিত রেখেছে, তা প্রজন্মের পর প্রজন্ম ধরে ভারতীয়দের পথ দেখাবে। কর্তব্য পালনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী সাহসী যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা।"