দেশের সবুজ বিপ্লবের পুরোধা ছিলেন ডঃ স্বামীনাথন -কৃষিমন্ত্রী  :

Aug 21, 2025

দেশের সবুজ বিপ্লবের পুরোধা ছিলেন ডঃ স্বামীনাথন -কৃষিমন্ত্রী :

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  স্বাধীন ভারতবর্ষকে খাদ্যশস্যে স্বয়ংবর করার স্বপ্ন দেখেছিলেন এক কৃষিবিজ্ঞানী ।তার নাম ডক্টর এম এস স্বামীনাথন ।দেশের সবুজ বিপ্লবের জনক ছিলেন তিনি ।বিশ্ব বিখ্যাত এই কৃষি বিজ্ঞানীর শততম জন্মবর্ষে রাজ্যের কৃষি গবেষণা কেন্দ্রে তার মর্মর মূর্তি স্থাপিত হলো বুধবার। এদিন এই মর্মর মূর্তির আবরণ উন্মোচন করেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দেশের সবুজ বিপ্লবের কান্ডারী ডঃ এম এস স্বামীনাথন এর বিভিন্ন দিকগুলি তুলে ধরেন তিনি। মন্ত্রী বলেন ,এতদিন বাদে কেন ডক্টর স্বামীনাথন এর মর্মর মূর্তি স্থাপন করতে হল তা তিনি জানেন না ।দেরিতে হলেও এই কাজ সম্পাদন করার জন্য কৃষি গবেষণা কেন্দ্রের আধিকারিকদের অভিনন্দন জানান তিনি। তিনি বলেন ,ডক্টর স্বামীনাথনের  নাম বিশ্বব্যাপী ছড়িয়ে রয়েছে ।কৃষিকে বিজ্ঞানের সাথে যুক্ত করার মূল হোতা ছিলেন তিনি। কৃষিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই সবচেয়ে বেশি ডঃ স্বামী নাথনের চিন্তাধারা কে গুরুত্ব দিয়েছেন ।দেশ কিভাবে খাদ্যশস্যে স্বয়ংবর হবে এই চিন্তা ধারা সব সময় কাজ করতো সবুজ বিপ্লবের পুরোধা ডঃ এম এস স্বামীনাথনের মনে।    এই অনুষ্ঠানে কৃষিকাজে বিশেষ দক্ষতার জন্য বিভিন্ন এলাকার সফল কৃষকও সাংবাদিক দের  সংবর্ধনা প্রদান করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ ও অন্যান্য অথিতিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল ,বিধায়িকা মিনা রানী সরকার সহ অন্যান্যরা।