নাবালিকা শিশু কন্যার বাড়িতে   শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপারসন

Aug 30, 2025

নাবালিকা শিশু কন্যার বাড়িতে শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপারসন

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   শুক্রবার দুপুরবেলা ছুটে আসেন মধুপুর সাহাপাড়া এলাকার নির্যাতিতা নাবালিকা শিশু কন্যার বাড়িতে ত্রিপুরা রাজ্যের শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মার নেতৃত্বে এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলে চেয়ারপার্সন ছাড়াও ছিলেন সদস্যা চামিলি সাহা, ঝুমা বিশ্বাস এবং মৈত্রী দেব দত্ত। ঐদিন সেই প্রতিনিধি দলটি প্রথমে মধুপুর থানায় এসে সমস্ত ঘটনা পুলিশের কাছ থেকে জেনে নিয়ে পরবর্তী সময়ে ছুটে আসেন সেই নাবালিকা শিশু কন্যার বাড়িতে।পরে তিনি সাংবাদিকদের ক্যামেরার সামনে বিস্তারিত ঘটনা তুলে ধরতে গিয়ে এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং অভিযুক্তের কঠোর শাস্তি দাবি রাখেন।যদিও পাড়া-প্রতিবেশীরাও কঠোর শাস্তির দাবি রাখছে।উল্লেখ্য গত বুধবার দুপুর নাগাদ মধুপুর সাহাপাড়া এলাকার ৬০ বছরের বৃদ্ধ সরকারি কর্মচারী চণ্ডীচরণ সরকার তার পাশের বাড়ির এক ছোট্ট নাবালিকা ৬ বছরের শিশু কন্যাকে  তার বাড়ি থেকে ডেকে এনে নিজ ঘরে টিভি দেখার উদ্দেশ্য করে বলাৎকারের চেষ্টা করে এবং তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। একটা সময় সেই নাবালিকা শিশুটির চিৎকারে তার মা এগিয়ে আসলে দরজা খুলে সমস্ত ঘটনা নিজের চোখে দেখতে পাই।পরবর্তী সময়ে অভিযুক্ত চণ্ডীচরণ সরকার সেখান থেকে পালিয়ে যাই।