৮ মামলায় জামিন পেলেন ইমরান খান

Aug 22, 2025

৮ মামলায় জামিন পেলেন ইমরান খান

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ২০২৩ সালের মে মাসে সামরিক স্থাপনায় হামলার সঙ্গে সম্পর্কিত আটটি মামলায় জামিন পেয়েছেন।  বৃহস্পতিবার (২১ আগস্ট) দেশটির সর্বোচ্চ আদালত তার জামিন মঞ্জুর করেছেন।বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বে সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ লাহোর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইমরান খানের আপিল মঞ্জুর করেছে, যা ২০২৩ সালের সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট আটটি মামলায় তার জামিন আবেদন খারিজ করে দিয়েছে।আদালত ৭২ বছর বয়সি ইমরান খানকে অন্য কোনও মামলায় অভিযুক্ত না করা হলে মুক্তির নির্দেশ দিয়েছে। তবে, দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তাকে কারাগারেই থাকতে হবে। ক্রিকেটার থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া ইমরান খানকে দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসবাদ পর্যন্ত একাধিক মামলার মুখোমুখি হতে হয়েছ। সংসদের উভয় কক্ষের বিরোধী নেতাসহ তার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের বেশ কয়েকজন নেতা এবং আইনপ্রণেতা সম্প্রতি একই ধরণের মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন।২০২৩ সালের মে মাসে দুর্নীতির মামলায় খানকে গ্রেফতারের পর রাওয়ালপিন্ডির গ্যারিসন শহরটিতে অবস্থিত সেনা সদর দপ্তরসহ  সহ বেশ কয়েকটি সামরিক স্থাপনায় বিক্ষোভকারীরা ভাংচুর করে।