ভয়াবহ বাইক দুর্ঘটনায় গুরুতর আহত এক যুবক।

Aug 23, 2025

ভয়াবহ বাইক দুর্ঘটনায় গুরুতর আহত এক যুবক।

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   ভয়াবহ বাইক দুর্ঘটনায় গুরুতর আহত এক যুবক। বর্তমানে সেই যুবক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হাঁপানিয়া হাসপাতালে। শুক্রবার রাত নয়টা নাগাদ  মধুপুর  থানাধীন কেনানীয়া বাইক দূর্ঘটনায় গুরুতর আহত এক যুবক। আহত যুবকের চিকিৎসা চলছে হাঁপানিয়া টিএমসি হাসপাতালে।     জানা গেছে শুক্রবার রাত ৯ টা নাগাদ  কমলাসাগড় ভাদ্র মেলা থেকে বাড়ি ফেরার পথে কেনানীয়া নিজেদের দুই বন্ধুর দুটি বাইকের মধ্যে সংঘর্ষ বাধে। জানাযায় সেই দুই বন্ধুর দুইটি বাইকে চারজন ছিল। প্রচন্ড গতিতে থাকার ফলে এক বন্ধুর বাইক অপর বন্ধুর বাইক সাথে সংঘর্ষ বাদে পেছন দিক থেকে। মুহূর্তের মধ্যেই এক বন্ধু ছিটকে পড়ে বাইক থেকে তার নাম শুভ্রদীপ সরকার বাড়ির মধুপুর বনকুমারি এলাকায়। মুহূর্তের মধ্যেই রক্তাক্ত হয়ে পড়ে। তার মাথা ছিটকে যাই নাক কান দিয়ে প্রচন্ড রক্ত ঝরতে থাকে। পরবর্তী সময়ে চার বন্ধু মিলে এই যুবককে মধুপুর হাসপাতালে নিয়ে আসে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হাসপাতালে এসে কোন ডাক্তার পাইনি। ডাক্তার দিয়ে চিকিৎসা করাচ্ছে। সময় ক্ষিপ্ত হয়ে পড়ে সেই যুবকের বাবা। অন্যদিকে নেই এম্বুলেন্স। একটি মারুতি গাড়ি করে তাকে হাঁপানিয়া হাসপাতালে পাঠাই। যদিও ক্ষুব্ধ এলাকার জনগণসহ তার পরিবার মধুপুর হাসপাতালে ভূমিকা নিয়ে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তার অবস্থা আশঙ্কা জনক। তবে তাদের চার বন্ধুর মধ্যে দুই বন্ধু হাসপাতালে তাকে ফেলে পালিয়ে যাই। পরবর্তী সময়ে ছুটে আসে মধুপুর থানার পুলিশ। তবে ভাদ্র মেলাকে  কেন্দ্র করে আগামী দিনেও অপ্রীতিকর আরো ঘটনা ঘটতে পারে বলে ধারণা সাধারণ জনগণের।