দীর্ঘদিন পর বিশ্রামগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেপ্তার NDPS মামলায় অভিযুক্ত

Aug 23, 2025

দীর্ঘদিন পর বিশ্রামগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেপ্তার NDPS মামলায় অভিযুক্ত

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   ২৯ দিন পর গ্রেপ্তার NDPS মামলায় পলাতক অভিযুক্ত কলমচৌড়া থানাধীন মধ্য বক্সনগর এলাকার সোহেল মিয়া বয়স ৪১ তার পিতার নাম মৃত আমির হোসেন। তার নামে গত মাসের ২৩ জুলাই বিশ্রামগঞ্জ থানায় NDPS ধারা মামলা হয়েছিলো।মামলার নম্বর ১৩/২০২৫।গোপন সূত্রে বুধবার গভীর রাতে বিশ্রামগঞ্জ থানার পুলিশ তাকে মধ্য বক্সনগর এলাকা থেকে গ্রেপ্তার করে বিশ্রামগঞ্জ থানায় নিয়ে আসে এবং ৩ দিনের পুলিশ রিমান্ডে তাকে বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করা হয় বলে শুক্রবার দুপুরে সংবাদ মাধ্যমে জানিয়েছেন বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা।উল্লেখ্য গত মাসের ২৩ জুলাই গভীর রাতে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত সুতারমুড়া গগন ঠাকুরপাড়া এলাকা থেকে TR07C0359 নম্বরের একটি মারুতি গাড়ি আটক করে পুলিশ সেই গাড়ি থেকে ১২০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ।তারপর থেকেই পলাতক ছিলো অভিযুক্ত সোহেল মিয়া।