নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ গাজা যুদ্ধকে ঘিরে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ সতর্ক করে বলেছেন, হামাস যদি নিরস্ত্রীকরণে রাজি না হয় এবং সব জিম্মিকে মুক্তি না দেয়, তবে গাজা সিটি ধ্বংস করে দেওয়া হবে।ইসরাইলি মন্ত্রিসভা গাজা সিটিতে ব্যাপক সামরিক অভিযানের পরিকল্পনা অনুমোদনের পর তার এ মন্তব্য এলো। যদিও দেশি-বিদেশি মহলে এ ধরনের পদক্ষেপের বিরুদ্ধে প্রবল বিরোধিতা রয়েছে।এর আগে সোমবার কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস ৬০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার প্রস্তাব দেয়। কাতার জানায়, ওই প্রস্তাব বাস্তবায়িত হলে গাজায় আটক থাকা জিম্মিদের অর্ধেককে মুক্তি দেওয়া সম্ভব হবে।কিন্তু ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ প্রস্তাব নাকচ করে দেন। তিনি বলেন, ইসরাইলের জন্য গ্রহণযোগ্য শর্তে সব জিম্মিকে মুক্ত করা এবং যুদ্ধের অবসান ঘটানো ছাড়া কোনো চুক্তি হবে না।ইসরাইলি ধারণা অনুযায়ী, প্রায় ২২ মাসের যুদ্ধে আটক ৫০ জন জিম্মির মধ্যে মাত্র ২০ জন এখনও জীবিত আছেন। বৃহস্পতিবার রাতে গাজা ডিভিশনের সদর দপ্তর পরিদর্শনের সময় এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, আমি নির্দেশ দিয়েছি, সব জিম্মির মুক্তির জন্য অবিলম্বে আলোচনায় বসতে। একই সঙ্গে গাজা সিটির নিয়ন্ত্রণ নেওয়া এবং হামাসকে পরাজিত করার জন্য আইডিএফের পরিকল্পনা অনুমোদন করেছি।তিনি আরও যোগ করেন, হামাসকে পরাজিত করা এবং জিম্মিদের মুক্ত করা—এই দুটি বিষয় একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত।তবে পরবর্তী আলোচনার ধাপ কী হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।নেতানিয়াহুর বক্তব্যের সুর আরও কঠোর করেন প্রতিরক্ষামন্ত্রী কাৎজ। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, খুব শিগগির হামাসের খুনি ও ধর্ষকদের মাথার ওপর নরকের দরজা খুলে যাবে—যতক্ষণ না তারা ইসরাইলের শর্তে যুদ্ধ শেষ করতে রাজি হচ্ছে। মূল শর্তগুলো হলো—সব জিম্মিকে মুক্ত করা এবং হামাসের নিরস্ত্রীকরণ।