মেট্রোর নতুন রুটের উদ্বোধন করলেন মোদী

Aug 23, 2025

মেট্রোর নতুন রুটের উদ্বোধন করলেন মোদী

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ দীর্ঘ অপেক্ষা। সেই অপেক্ষার অবসান শুক্রবার বিকেলে। এক কথায়, পুজোর আগেই মেট্রোপথে জুড়ে গেল শহর।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এদিন বিকেলে উদ্বোধন করলেন কলকাতার বহু প্রতীক্ষিত তিন লাইনের মেট্রো। এই তিনটিই শহরের সম্প্রসারিত মেট্রো পথ।  প্রধানমন্ত্রী যে এই মেট্রো উদ্বোধনে শহরে আসবেন সেই জল্পনা ছিল আগে থেকেই। বৃহস্পতিবার মোদীর পক্ষ থেকে নিশ্চিত করা হয় তা। শুক্রবার  সকালে তিনি প্রথমে বিহারে যান। সেখানে বক্তব্য রেখে আসেন বঙ্গে। উদ্বোধন করেন সম্প্রসারিত তিন মেট্রো লাইন।