সুহানা-আব্রাম নয়, আরিয়ানকে নিয়ে বিশেষ স্বপ্ন দেখেন শাহরুখ

Aug 24, 2025

সুহানা-আব্রাম নয়, আরিয়ানকে নিয়ে বিশেষ স্বপ্ন দেখেন শাহরুখ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  বলিউড বাদশাহ শাহরুখ খানের পুত্র আরিয়ান খানকে নিয়ে অনেক দিন ধরেই ভক্ত-অনুরাগীদের জল্পনা— কবে আরিয়ান বিনোদন দুনিয়ায় আসছেন। কিন্তু আরিয়ান ক্যামেরার সামনে নয়, পেছনে থাকার সিদ্ধান্ত নিয়ে দেখা দিলেন। আরিয়ানের প্রথম কাজের ঝলক ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে। সেই ঝলকে দেখা গেছে পরিচালক আরিয়ানকেও। তারপর থেকেই বাবার সঙ্গে তার তুলনা নিয়ে চর্চা হচ্ছে। অনেকেরই দাবি— আরিয়ান যেন অবিকল শাহরুখ খান। বলিউডের বাদশাও মনে করেন, তিনি যখন আর কোনো সিনেমায় সুযোগ পাবেন না, তখন পুত্রই তার শেষরক্ষা।সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে শাহরুখ খান বলেছেন, ভবিষ্যতে আরিয়ান খানই একমাত্র ভরসা। হাতে যখন আর কোনো কাজ থাকবে না, তখন এই পুত্রই বাঁচাবে।ছেলেকে বড় পরিচালক হিসেবে দেখতে চান বাদশা। তাই একসময়ে বলি তারকা নিজেই বলেছিলেন— আমার পুত্র অভিনয় করতে চায় না। ও সিনেমা তৈরি করতে চায়। ও লেখালেখিও করে। বলা ভালো— ও বেশ ভালোই লেখে। তাই আগামী দিনে চিত্রপরিচালক বা লেখক হওয়াই ওর লক্ষ্য বলে জানান শাহরুখ খান।পুত্রের ওপর অগাধ ভরসা রয়েছে অভিনেতার। ইতোমধ্যেই প্রায় ৬০ ছুঁই ছুঁই বাদশা। তিনি বলেন, একটা সময়ে আর তার কাছে সিনেমায় অভিনয় করার সুযোগ আসবে না। সেই সময়ে আরিয়ানের পরিচালিত সিনেমাতেই তিনি অভিনয় করবেন। বাদশা বলেন, ও (আরিয়ান) হলো আমার ভবিষ্যতের ব্যবস্থা। যখন বড় পরিচালকরা আর আমার সঙ্গে কাজ করতে চাইবেন না, তখন আমি নিজেই আমার পরিচালককে নিয়ে চলে আসব।উল্লেখ্য, গত সপ্তাহেই মুক্তি পেয়েছে আরিয়ান খান পরিচালিত প্রথম ওয়েব সিরিজের ঝলক।