নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ফুটবল আর ক্রিকেটের দুই দিকপাল তারা। তবে দুই ভুবনের দুই তারকা এক সুতোয় গেঁথে ফেলল সম্মান আর ভালোবাসার এক সুতো। ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন এক বিশেষ উপহার। সুইডিশ ফুটবল কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচ তাকে দিয়েছেন সই করা এসি মিলানের ১১ নম্বর জার্সি।জার্সিতে ইব্রাহিমোভিচ লিখেছেন, ‘টু জাসপ্রিত! উইথ অল লাভ অ্যান্ড সাকসেস।’ বুমরাহ সেই মুহূর্তটি শেয়ার করে নিজের অনুভূতি প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘ওহহু, শব্দ খুঁজে পাচ্ছি না। ভীষণ আনন্দিত।’ সেই সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন স্ত্রী সঞ্জনা গণেশনকে, যিনি এই বিশেষ উপহারটি পাওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন।বুমরাহ সব সময় ইব্রাহিমোভিচকে নিজের অনুপ্রেরণার উৎস হিসেবে দেখেছেন। ২০২৩ সালে ইব্রাহিমোভিচ অবসরের পর বুমরাহ লিখেছিলেন, ‘আমাকে সব সময় অনুপ্রেরণা দেওয়ার জন্য এবং সিংহের মতো লড়াই করার মানসিকতা শেখানোর জন্য ধন্যবাদ।’ইব্রাহিমোভিচ ইউরোপের সেরা ক্লাবগুলোতে খেলেছেন। বার্সেলোনা, পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেড আর এসি মিলান—সব জায়গায় রেখে গেছেন গোল আর জয়ের অসংখ্য স্মৃতি। এখন তিনি অবসরে গিয়েও এসি মিলানের সঙ্গে কাজ করছেন বোর্ড উপদেষ্টা হিসেবে।অন্যদিকে বুমরাহ চোট কাটিয়ে আবার ফিরছেন সীমিত ওভারের ক্রিকেটে। সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্টে তিনি নিয়েছেন ১৪ উইকেট। ৩১ বছর বয়সী এই পেসার সর্বশেষ খেলেছেন ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে। ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালের পর আর কোনো ওয়ানডে খেলেননি। তবে আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এশিয়া কাপে তার ফেরার কথা রয়েছে।