নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ খাদ্য আন্দোলনের শহীদ দিলীপ তরুণ অরবিন্দ ও রাজেশ্বর সুমিত্রা দের শ্রদ্ধা জানালেন বাম চারটি ছাত্র যুব সংগঠন। আজ ছাত্র যুব ভবনে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এদিন বক্তব্য রাখতে গিয়ে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন , ১৯৬৬ সালে যখন রাজ্যজুড়ে বামেদের উদ্যোগে খাদ্য আন্দোলন শুরু হয়। তখন সরকারের নির্দেশে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন তখনকার ছাত্র আন্দোলনের দিলীপ, তরুণ, অরবিন্দরা। ১৯৯০ সালে দেবদারুতে জোট সরকারের আমলে কংগ্রেসের হয়ে নিহত হয়েছিলেন রাজেশ্বর, সুমিত্রা। আজ তাদের আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানিয়েই এই শহীদান দিবস পালন করা হয়েছে। ছাত্র যুব ভবনে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনগুলির বহু নেতা-কর্মী। তারা শহীদ বেদিতে মাল্যদান করে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। নবারুণ দেব বলেন, শহীদদের আত্মত্যাগ ব্যর্থ যায়নি, তাদের সংগ্রামের ভিতর দিয়েই আজকের সমাজ আন্দোলনের ভিত গড়ে উঠেছে। খাদ্যের অধিকার থেকে শুরু করে শিক্ষার অধিকার, কাজের অধিকার— প্রতিটি গণতান্ত্রিক দাবির সংগ্রামে এই শহীদদের আত্মত্যাগ তরুণ প্রজন্মকে আজও অনুপ্রাণিত করছে।