রাহুল গান্ধীর ক্ষমা চাওয়া উচিৎ: অমিত শাহ

Aug 30, 2025

রাহুল গান্ধীর ক্ষমা চাওয়া উচিৎ: অমিত শাহ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   রাহুল গান্ধীর ‘ভোটার অধিকার যাত্রা’ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর প্রয়াত মা’কে কটূক্তি করার অভিযোগ উঠেছে কংগ্রেসের বিরুদ্ধে। শুক্রবার ঘটনার তীব্র নিন্দা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্পষ্ট ভাষায় দাবি করলেন, ‘রাহুলকে ক্ষমা চাইতেই হবে।’তাঁর কথায়, ‘রাহুল গান্ধীর যদি সামান্য লজ্জাও থাকে, তা হলে অবিলম্বে মোদীজি, তাঁর প্রয়াত মা এবং দেশবাসীর উদ্দেশে ক্ষমা চান।’ এই ঘটনাকে ‘দেশের গণতন্ত্রের কলঙ্ক’ বলেও মন্তব্য করেন শাহ।এদিন রাহুলকে বিঁধে শাহ বলেন, রাহুল গান্ধী যে ঘৃণার রাজনীতি শুরু করেছেন এবং বিহারে তাঁর সমাবেশে প্রধানমন্ত্রী মোদীর প্রয়াত মায়ের প্রতি যে ভাষা ব্যবহার করেছেন, তার নিন্দা জানাই। এটা নতুন কিছু নয় - প্রধানমন্ত্রী মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন থেকেই মণি শঙ্কর আইয়ার, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, দিগ্বিজয় সিং এবং জয়রাম রমেশ সহ অনেক কংগ্রেস নেতা তাঁর প্রতি অশালীন এবং অবমাননাকর শব্দ ব্যবহার করেছেন। কংগ্রেস নেতারা কি মনে করেন যে এই ধরণের ভাষা ব্যবহার করে তারা জনগণের রায় পাবেন? আমি তাদের বলতে চাই - আপনি প্রধানমন্ত্রীকে যত বেশি গালি দেবেন, তত বেশি পদ্ম ফুটবে। এই সব ধামাচাপা দেওয়ার জন্য, তারা 'ঘুসপেটিয়া বাঁচাও যাত্রা' শুরু করেছে। তাদের ভোট ব্যাংক, অনুপ্রবেশকারীদের রক্ষা করার জন্য একটি প্রচারণা ছাড়া আর কিছুই নয়।