মোদীজির নামে কুৎসা রটনা প্রতিবাদে   বিজেপি

Sep 01, 2025

মোদীজির নামে কুৎসা রটনা প্রতিবাদে বিজেপি

 নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াত মা, মোদীজির নামে কুৎসা রটনা এবং আজেবাজে মন্তব্য করার প্রতিবাদে দেশব্যপি বিজেপি দল প্রতিবাদে নেমেছে। রবিবার ধলাই জেলার অনুষ্ঠান হয় কমলপুরে। এদিন সন্ধ্যা ছয়টায় এক প্রতিবাদ মিছিল শহর পরিক্রমা করে। মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক মনোজ কান্তি দেব, বিধায়িকা স্বপ্না দাস (পাল ), জেলা বিজেপি 'র সাধারণ সম্পাদক গোপাল সূত্রধর, মৃদুল দত্ত, কমলপুর মন্ডল সভাপতি শম্পা দাস সহ অন্যান্য আরও অনেকেই। মিছিল শেষে বিজেপি কমলপুর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে বিস্তারিত জানান নেতৃত্বরা