আপন ভাশুর কতৃক শ্লীলতাহানির শিকার ছোট ভাতৃ বধূ

Sep 01, 2025

আপন ভাশুর কতৃক শ্লীলতাহানির শিকার ছোট ভাতৃ বধূ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   আপন ভাশুর কতৃক শ্লীলতাহানির শিকার হয়ে পানিসাগর পুলিশের স্মরণাপন্ন ছোট ভাতৃ বধূ।ঘটনাটি ঘটে পানিসাগর মহকুমার অন্তর্গত ইন্দুরাই গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ড এলাকায়।ঘটনার বিবরণে জানা যায় যে,ঐ এলাকার বাসিন্দা পেষায় দিনমজুর জাকির হুসেন এর সহধর্মিণী কে আপন বড় ভাশুর নূর উদ্দিন বিগত বেশ কিছু দিন যাবৎ কু নজরে দেখে আসছে।এমনকি ছোটভাই বৌ কে কুপ্রস্তাব দিয়ে আসছে বলে অভিযোগ জানায় গৃহ বধূটি।এই বিষয়টি স্বামী জাকির কে জানালে জাকির বিষয়টি জানায় ওর পিতা সহ অপর ভাইদের,তবে কেহই কোন কর্ণপাত করেনি।এরি মধ্যে আজ সকালে জাকির ব্যাক্তিগত কাজে বাড়ি থেকে বেরোলে বাড়িটির একাকিত্বের সুযোগ নিয়ে লম্পট ভাশুর নূর উদ্দিন ছোট ভাইয়ের ঘরে প্রবেশ করে ও ছোট ভাতৃ বধূ কে ঝাপটে ধরে ওর শরীরের আপওিকর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে।পরবর্তীতে ভাশুরের হাত থেকে প্রাণ বাঁচাতে চিৎকার করলে ছোটে আসে আশপাশ লোকজন।এরি মধ্যে বাড়ি ফিরে ছোট ভাই জাকির,স্ত্রীর মূখ থেকে সম্পূর্ণ ঘটনা শুনে ছোট ভাই  প্রতিবাদ করলে অভিযুক্ত বড়ভাই নূর ছোট ভাই কে স্ত্রীর সামনে মাটিতে ফেলে কিল,লাথি,ঘুষি মারতে থাকে।পরবর্তীতে স্ত্রী কে নিয়ে অভিযুক্ত বড় ভাই নূর উদ্দিনের বিরুদ্ধে পানিসাগর মামলা দায়ের করে নির্যতিতা গৃহবধূ।অভিযোগ হাতে নিয়ে পানিসাগর থানার পুলিশ অভিযুক্ত নূর এর বিরুদ্ধে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহনের আশ্বাস প্রদান করেন।এখন দেখার বিষয় পানিসাগর থানার পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহন করেন।