চার বড়জলা মন্ডলের ১১ নম্বর বুথের উদ্যোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১২৫ তম মন কি বাত সম্প্রচার

Sep 01, 2025

  চার বড়জলা মন্ডলের ১১ নম্বর বুথের উদ্যোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১২৫ তম মন কি বাত সম্প্রচার

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   আজ ছিল চলতি মাসের শেষ রবিবার ।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১২৫ তম মন কি বাত সম্প্রচার অনুষ্ঠান। সারাদেশের সাথে রাজ্যেও বিজেপির প্রতিটি বুথে বুথে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শ্রবণের আয়োজন করা হয় ।  চার বড়জলা মন্ডলের ১১ নম্বর বুথের উদ্যোগে আয়োজিত হয় এই অনুষ্ঠান ।   এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী ।   এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির চার বড়জলা মন্ডল কমিটির সভাপতি রাজীব সাহা সহ অন্যান্যরা ।অনুষ্ঠানে সকলে মিলে প্রধানমন্ত্রীর 125 তম মন কি বাত অনুষ্ঠান শ্রবন করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, দেশের সবকটি রাজ্যের ভাষা, কৃষ্টি ও সংস্কৃতিকে এই অনুষ্ঠানে তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।বিভিন্ন রাজ্যের প্রগতির কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী ।প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানের একটাই লক্ষ্য, সবাইকে এক সূত্রে গেঁথে রেখে এক ও অখন্ড ভারত গঠন করা ।ভারতকে বিশ্ব গুরুর আসনে বসানো ।মন্ত্রী বলেন, চলুন আমরা এক ও অখন্ড এবং বিকশিত ভারতের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে কাজ করি।