নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ দরদী মুখ্যমন্ত্রী আমাদের বাঁচান। এই আকুতি ও কান্না করে সোমবার চাকরি থেকে ছাঁটাইয়ের নোটিশ হাতে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আসেন তিন বয়স্কা মহিলা। তারা দীর্ঘ বছর ধরে কমিউনিটি হেলথ গাইড হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি রাজ্য সরকার যে অনুষ্ঠানটি হচ্ছে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে এক নভেম্বর থেকে ৬০ বছর উত্তীর্ণ কমিউনিটি হেলথ গাইডের ছাটাই করা হচ্ছে। সেই নোটিশে ওই তিন মহিলাও হঠাৎ কর্মহীন হয়ে পড়েছেন। তাদের প্রশ্ন এখন বাঁচতে গেলে যে ওষুধ প্রয়োজন সেই টাকাটা কোথায় পাবেন ? সংসার চালানো কিংবা অন্য দায়-দায়িত্ব তো দূরের কথা। তাদের বেঁচে থাকাই এখন প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। কাজ হারিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চেয়েও কাজ হলো না। তাই মহিলারা বলছেন এখন তাদের সামনে মৃত্যু ছাড়া আর কোন বিকল্প নেই। এদিন মুখ্যমন্ত্রীর সাথে দেখা না করতে পারলেও পূর্ব আগরতলা থানার ওসি সুব্রত দেবনাথ তাদের আশ্বস্ত করেছেন বিষয়টি সরকারের দৃষ্টিতে নেবেন। তিনি নিজ উদ্যোগে বয়স্ক মহিলাদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন।