নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন, দেশের একতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্দার বল্লভভাই প্যাটেলের কাজের অবদানকে স্মরণ করার জন্য দেশ জুড়ে একাধিক কার্যক্রমের আয়োজন করা হয়েছে। সোমবার আগরতলার সার্কিট হাউজ সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশ থেকে আয়োজিত সর্দার ১৫০ ইউনিটি মার্চ উদযাপনে অংশগ্রহণ করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাতে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিটি রাজ্যে তাঁকে স্মরণ করার জন্য, বিশেষ করে দেশের জন্য তাঁর অবদান ও দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তাঁর অক্লান্ত প্রচেষ্টার কথা মনে রেখে বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, সর্দার বল্লভভাই প্যাটেল দেশের সমস্ত রাজ্যকে একত্রিত করার জন্যও কাজ করেছিলেন। ১৯৪৭ থেকে ১৯৪৯ সাল পর্যন্ত সর্দার বল্লভভাই প্যাটেল দেশের ঐক্যের জন্য কাজ করেছিলেন। তাঁকে এবং দেশের জন্য তাঁর অবদানকে স্মরণ করার জন্য একগুচ্ছ কার্যক্রমের আয়োজন করা হয়েছে। স্কুল এবং কলেজ স্তরে বিতর্ক প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। ডাঃ সাহা আরও জানান যে তিনি আগামীকাল গুজরাট যাবেন। সেখানে পদযাত্রায় অংশগ্রহণ করবেন। গুজরাটে সমস্ত মুখ্যমন্ত্রীদের পদযাত্রায় যোগ দিতে বলা হয়েছে এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে। অনেক যুব এখনও তাঁর সম্পর্কে তেমন অবগত নয় এবং যুবদের অবশ্যই দেশের জন্য তাঁর অবদান সম্পর্কে অবগত হতে হবে। আমাদের দেশের ঐক্যকে নষ্ট করার ষড়যন্ত্র চলছে এবং আমরা সেবিষয়ে কঠোর নজর রাখছি। মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্য সরকার ত্রিপুরায় ২০,০০০ এরও অধিক চাকরি দিয়েছে এবং আগামীদিনে আরও চাকরির সুযোগ দেওয়া হবে। আর এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।এদিন এই কার্যক্রমে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী টিংকু রায়, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, পদ্মশ্রী দীপা কর্মকার, তথ্য ও সংস্কৃতি দপ্তরের পি কে চক্রবর্তী, পশ্চিম জেলার জেলাশাসক বিশাল কুমার, পুলিশ সুপার নমিত পাঠক এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ।