১৮ নম্বর ওয়ার্ডের আয়ুষ্মান আরোগ্য মন্দিরের ভুমি পূজন অনুষ্ঠিত

Dec 16, 2025

১৮ নম্বর ওয়ার্ডের আয়ুষ্মান আরোগ্য মন্দিরের ভুমি পূজন অনুষ্ঠিত

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

সোমবার আগরতলা পৌর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডে আয়ুষ্মান আরোগ্য মন্দিরের ভুমি পূজন সম্পন্ন হল ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলাল জেলা শাসক ডঃ বিশাল কুমার, স্থানীয় কাউন্সিলর অভিষেক দত্ত, ডাক্তার শংকর চক্রবর্তী সহ অন্যান্যরা ।এই হাসপাতাল গড়ে তুলতে প্রথম পর্যায়ে ৮০ লক্ষ টাকা ব্যয় হবে ।এই অনুষ্ঠানে পশ্চিম জেলার জেলা শাসক জানান ,এই আয়ুষ্মান আরোগ্য মন্দির নির্মাণে স্থানীয় কাউন্সিলর অভিষেক দত্তের ভূমিকা উল্লেখযোগ্য ।তিনি প্রায় দ্বিগুণ অর্থ রাশি আমার কাছ থেকে বরাদ্দ করে নিয়েছেন। জেলাশাসক আরো জানান, জনগণের স্বাস্থ্য পরিষেবায় অর্থ বা কর্মী স্বল্পতার কোনো খামতি হবে না ।   এই হাসপাতাল নির্মাণ হলে ১৮ নম্বর ওয়ার্ড সহ রামনগর বিধানসভা কেন্দ্রের জনগণ উপকৃত হবেন বলে জানান জেলাশাসক ডক্টর বিশাল কুমার।