স্বদেশী মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন সংস্থা এবং লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন আগরতলা পৌর নিগমের মেয় র তথা বিধায়ক দীপক মজুমদার ।আগামী ৯ থেকে ১১ জানুয়ারি রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে স্বদেশী মেলা অনুষ্ঠিত হবে।
বিজেপি পরিচালিত আগরতলা পৌর নিগমের চতুর্থ বর্ষ পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে আগরতলা পৌরনিগম কর্তৃপক্ষ। এর অন্যতম হলো স্বদেশী মেলা। আগামী ৯ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে এই স্বদেশী মেলা অনুষ্ঠিত হবে । ইতিমধ্যেই স্বদেশী মেলার জন্য স্বামী বিবেকানন্দ ময়দানে জোর কদমে প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই মেলায় বিভিন্ন সংস্থা দেশীয় সামগ্রী নিয়ে স্টল খুলবে। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট থেকেও স্বদেশী মেলায় স্টল খোলা হবে। মঙ্গলবার স্বামী বিবেকানন্দ ময়দানে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, আগরতলা পৌর নিগমের কমিশনার ডিকে চাকমা ,একাধিক কর্পোরেটর সহ বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট ও সংস্থার আধিকারিকরা ।এই প্রসঙ্গে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার জানান ,আগরতলা পৌর নিগমের উদ্যোগে প্রথমবারের মতো স্বদেশী মেলা অনুষ্ঠিত হতে চলছে।মেলা কে সাফল্য মণ্ডিত করে তুলতে ইতিমধ্যেই প্রস্তুতি কমিটির একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে ।এদিন মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট এবং সংস্থার আধিকারিকদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হলো ।
আগামী ৯ জানুয়ারি বিকেল চারটায় স্বামী বিবেকানন্দ ময়দানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা স্বদেশী মেলার উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের রাজ্যসভার সাংসদ তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য ।৯ থেকে ১১ জানুয়ারি এই তিন দিন দুপুর ১ টা থেকে রাত ৯ টা পর্যন্ত মেলা খোলা থাকবে। এই তিনদিন সন্ধ্যায় মেলায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। এছাড়াও থাকবে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ।প্রসঙ্গত উল্লেখ্য যে ,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভোকাল ফল লোকাল স্লোগানকে সামনে রেখে এই মেলার আয়োজন করতে চলেছে আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষ।