দ্বিতীয়বর্ষ খোয়াই জেলা ভিত্তিক মৎস্য উৎসব অনুষ্ঠিত হয়। আজ বেলা দুইটা নাগাদ খোয়াই জেলা পরিষদে মাঠে আয়োজিত হয় মৎস্য উৎসব। খোয়াই জেলা ভিত্তিক মৎস্য উৎসবের সূচনা করেন প্রদীপ জ্বালিয়ে ও মাছকে খাবার দিয়ে ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় ও বিধায়ক পিনাকী দাস চৌধুরী। তাছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিল বিধায়ক রঞ্জিত দেববর্মা, খোয়াই জেলাশাসক রজত পন্থ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অবেদানন্দ বৈদ্য, খোয়াই জেলা পরিষদে স্থায়ী সভাপতি অনুকূল দাস ও মৎস্য দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে স্ব সহায়ক দল ও বিভিন্ন দপ্তরের উদ্যোগে স্টল খোলা হয়েছে। তাছাড়া মৎস্য উৎসবে মাছের জোগান নেই বলে অভিযোগ মৎস্য উৎসবে আশা লোকদের। দ্বিতীয় বৎস মৎস্য উৎসবের মৎস্য দপ্তরের উদ্যোগে মাছের স্টল খোলা হলেও মাছ প্রদর্শনী মাত্র হাতে-কোনা দুইজন। এই নিয়ে মৎস্য উৎসবে আসার লোকজনদের মধ্যে হাসির খোরাক হয়ে উঠেছে।