জেলা সভাধিপতি সুস্মিতা দাস নিহত লিপিকার বাপের বাড়িতে

Jan 09, 2026

জেলা সভাধিপতি সুস্মিতা দাস নিহত লিপিকার বাপের বাড়িতে

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

গত মঙ্গলবার সালেমা এলাকায় গৃহবধূ লিপিকা শর্মার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। বৃহস্পতিবার সকালে জেলা সভাধিপতি সুস্মিতা দাস নিহত লিপিকার বাপের বাড়িতে গিয়ে শোকাতুর পিতার  সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং এই ন্যাক্কারজনক ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন।  এদিন সভাধিপতির সঙ্গে ছিলেন সালেমা আরডি ব্লকের বিএসি (BAC) চেয়ারম্যান বিমল দেববর্মা সহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।