কমলপুরে শুরু হয় ধলাই জেলাভিত্তিক মৎস্য উৎসব

Jan 09, 2026

কমলপুরে শুরু হয় ধলাই জেলাভিত্তিক মৎস্য উৎসব

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

কমলপুরে শুরু হয় ধলাই জেলাভিত্তিক মৎস্য উৎসব ২০২৫-২৬। দুইদিন ব্যাপী চলবে এই মৎস্য উৎসব।গতকাল সন্ধ্যায়  কমলপুর টাউন হলের সামনে মুক্তমঞ্চে অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়। উপস্থিত  ছিলেন রাজ্যের মৎস্য মন্ত্রী সুধাংশু দাস। বিধায়ক মনোজ কান্তি দেব, জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, সহসভাধিপতি অনাদি সরকার।ধলাই জেলা শাসক বিবেক এইচ বি সহ অন্যান্যরা স্বাগত ভাষণ দেন দপ্তরের উপ অধিকর্তা গৌরাঙ্গ সরকার। সভাপতিত্ব করেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা। বলা বাহুল্য, মৎস্য উৎসবে বিভিন্ন সরকারি স্টল, এস এইচ জি'র খাবারের স্টল ও মাছ বিক্রয়ের কেন্দ্র ছিল।গতকাল  থেকে শুরু হওয়া উক্ত উৎসব আজকেও চলবে। বাইট:-মন্ত্রী সুধাংশু দাস।