শুক্রবার ৯ জানুয়ারি থেকে আগরতলা পৌরনিগমের উদ্যোগে প্রথমবারের মতো স্বদেশী মেলা অনুষ্ঠিত হতে চলছে ।তিন দিনব্যাপী এই মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভোকাল ফর লোকাল ভাবনাকে সামনে রেখেই এই স্বদেশী মেলা আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।
বিজেপি পরিচালিত আগরতলা পৌর নিগমের চার বছর পূর্তি উপলক্ষে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত প্রথম বারের মতো স্বদেশী মেলা করতে চলেছে আগরতলা পৌরনিগম। রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে শুক্রবার বিকেল চারটায় এই স্বদেশী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্য বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ রতন চক্রবর্তী রাজ্য সরকারের সচিব কিরণ গিত্তে, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য অতিথিরা । স্বামী বিবেকানন্দ ময়দানে এক সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ।তিনি জানান ,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বদেশী দ্রব্য সামগ্রী ব্যবহার এবং ক্রয় করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ।প্রধানমন্ত্রীর এই ভাবনাকে সামনে রেখেই আগরতলা পৌরনিগম প্রথমবারের মতো এই মেলার আয়োজন করতে যাচ্ছে। মেলায় রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের ৩১ টি স্টল থাকবে ।এছাড়াও থাকবে ট্রেডিশনাল ফুড কোর্ট ,রাজ্য এবং দেশে উৎপন্ন বিভিন্ন সামগ্রীর স্টল।তিনি জানান, প্রতিদিন দুপুর একটা থেকে রাত নয়টা পর্যন্ত এই মেলা প্রাঙ্গণ খোলা থাকবে।
এদিন সাংবাদিক সম্মেলনে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার আরো জানান, মেলা চলাকালীন প্রতিদিন বিকেলে থাকবে আলোচনা মূলক অনুষ্ঠান ।এছাড়া প্রতিদিন সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। আগরতলা পৌরনিগম কর্তৃক আয়োজিত স্বদেশী মেলা কে সাফল্যমন্ডিত করে তুলতে সকলের প্রতি আহ্বান জানান মেয়র।