বিরোধী দলনেতার অফিস কক্ষে সাংবাদিক সম্মেলন

Jan 08, 2026

বিরোধী দলনেতার অফিস কক্ষে সাংবাদিক সম্মেলন

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

রাজ্যে কুস্তি দিল্লিতে দোস্তি, রাজ্যে আইনের শাসন  নেই বললেই চলে  রাজ্যের ডি জি অফিসের সামনে দিয়ে বিরোধী দলনেতাকে চামড়া তুলে নেওয়ার স্লোগান দিয়ে থাকেন শাসক দলের কর্মী সমর্থকরা  সেই জায়গায় পুলিশ প্রসাশন নিরব বুধবার আগরতলার বিধান সভার বিরোধী দলনেতারার অফিস কক্ষে সাংবাদিক সম্মেলন করে এই কথাগুলো  তুলে ধরেন  পাশাপাশি  এ ডিসি নির্বাচন  নিয়ে ও কথা বলেন তিনি।