প্রয়াত বিশ্ব বন্ধু সেনের  ধর্মনগর স্থিত বাড়িতে উনার শ্রাদ্ধ  অনুষ্ঠান

Jan 07, 2026

প্রয়াত বিশ্ব বন্ধু সেনের ধর্মনগর স্থিত বাড়িতে উনার শ্রাদ্ধ অনুষ্ঠান

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

আজ  ত্রিপুরা বিধানসভার মাননীয় অধ্যক্ষ তথা ধর্মনগর বিধানসভার বিধায়ক প্রয়াত বিশ্ব বন্ধু সেনের  ধর্মনগর স্থিত বাড়িতে উনার শ্রাদ্ধ  অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।  আজকের এই শ্রাদ্ধ অনুষ্ঠানে   শ্রদ্ধাঞ্জলি প্রদানে যোগদান করলেন  প্রদেশ বিজেপির সভাপতি রাজিব ভট্টাচার্জী, মন্ত্রী সান্তনা চাকমা  সহ উত্তর জেলার সভাধিপতি, সহ-সভাপতি,   সভাধিপতি সহ সকল নেতৃত্বরা। আজকের প্রদেশ  সভাপতি শ্রী ভট্টাচার্য সহ উপস্থিত সকলেই  প্রয়াত বিশ্ব বন্ধু সেনের বাড়ির থেকে বিজেপির উত্তর জেলার জেলা কার্যালয়ে গিয়ে  আবার শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন প্রয়াত শ্রী সেনকে।