বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যতদিন পর্যন্ত হিন্দু নির্যাতন বন্ধ না হচ্ছে, ততদিন বাংলাদেশের সঙ্গে আমদানি–রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার দাবিতে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে উত্তর ত্রিপুরার ধর্মনগরে এক বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির অঙ্গ হিসেবে ধর্মনগরের বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে এক বিশাল বাইক রেলির আয়োজন করা হয়। বাইক রেলিটি ধর্মনগর শহর পরিক্রমা করে রাগনা এলাকায় ভারত–বাংলাদেশ সীমান্তে গিয়ে সমবেত হয়। সেখানে বাংলাদেশের সঙ্গে আমদানি–রপ্তানি কার্যক্রম বন্ধের দাবিতে জোরালো প্রতিবাদ জানানো হয়।
বাইক রেলি শুরু হওয়ার আগে রেলি পরিচালন কমিটির কনভেনার বীরেন্দ্র চন্দ্র দাস সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “বাংলাদেশে ধারাবাহিকভাবে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনা ঘটছে। অবিলম্বে এই নির্যাতন বন্ধ না হলে ভারত সরকারকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে।”এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধর্মনগর বিধানসভার বিধায়ক যাদব লাল দেবনাথ সহ বিশ্ব হিন্দু পরিষদের একাধিক নেতা-কর্মী ও সমর্থকরা। পুরো কর্মসূচি জুড়ে ছিল শান্তিপূর্ণ কিন্তু দৃঢ় প্রতিবাদের বার্তা।