বিশ্রামগঞ্জে মথার সড়ক অবরোধ
নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ
সিভিল সোসাইটির নামে বিশ্রামগঞ্জে মথার সড়ক অবরোধ! বিশ্রামগঞ্জে নগর পঞ্চায়েত করা যাবে না! প্রতিবাদে সিভিল সোসাইটির নামে বিশ্রামগঞ্জ পুষ্করবাড়ি মথার সড়ক অবরোধ। ক্ষমতা থাকার পরও অসহায় পুলিশ, নাজেহাল জন সাধারণ।