বিএসএফের উপর আক্রমণ ও গাড়ি ভাঙচুরের মামলায় গ্রেপ্তার তৃতীয় অভিযুক্ত!

Jan 07, 2026

বিএসএফের উপর আক্রমণ ও গাড়ি ভাঙচুরের মামলায় গ্রেপ্তার তৃতীয় অভিযুক্ত!

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

বিশালগড় নিউ মার্কেট গরু বাজারে গত ৭ই নভেম্বর ২০২৫ তারিখে দুপুর বেলায় বিএসএফের গাড়ি ভাঙচুর এবং জোয়ানদের ওপর আক্রমণের ঘটনা সংঘটিত হয়। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে BSF-র পক্ষ থেকে বিশালগড় থানায় একটি মামলা দায়ের করা হয়। বিশালগড় থানায় মামলা নাম্বার ১০৪/২৫। উক্ত মামলায় বেশ কিছুদিন পূর্বেই দুই অভিযুক্তকে গ্রেফতার করে এবং আদালতে তোলা হলে আদালত তাকে যারা হেফাজতে পাঠিয়ে দেয়। দীর্ঘদিন ধরে পালিয়ে থাকা রিয়াজ মিয়া নামে তৃতীয় অভিযুক্তকে দুর্গানগর হাসান হোসেন পাড়া থেকে সোমবার গভীর রাতে গোপন খবর ভিত্তিতে বিশালগড় থানা পুলিশ গ্রেপ্তার করেন।একাধিক ব্যক্তির বিরুদ্ধে বি এস এফ জোয়ানরা মামলা করেন। মঙ্গলবার দুপুরে অভিযুক্তকে বিশালগড় আদালতে সোপর্দ করে পুলিশ। বাকি অভিযুক্তদের দ্রুত জালে তুলবে বলে থানায় সাংবাদিক সম্মেলন করে জানান ওসি বিজয় দাস।