ইন্দো জার্মান ক্রেফলেট প্রকল্পের অধীনে   বনদপ্তরের ফিল্ড লেভেল স্টাফদের মধ্যে বিতরণ করা হয় দ্বিচক্রযান।

Jan 18, 2026

ইন্দো জার্মান ক্রেফলেট প্রকল্পের অধীনে বনদপ্তরের ফিল্ড লেভেল স্টাফদের মধ্যে বিতরণ করা হয় দ্বিচক্রযান।

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

ত্রিপুরা সরকারের বনদপ্তর এর অন্তর্গত ইন্দো জার্মান ক্রেফলেট প্রকল্পের অধীনে আজ আমবাসা টাউনহলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন এস এইচ জি, সি আই জি ও জে এল জি গ্রুপের সদস্যদের হাতে নিজ নিজ ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে প্রদান করা হয় অর্থরাশি সম্বলিত চেক সেই সাথে বনদপ্তরের ফিল্ড লেভেল স্টাফদের মধ্যে বিতরণ করা হয় দ্বিচক্রযান। এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের বন, বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি সুস্মিতা দাস, আমবাসা পুর পরিষদের চেয়ারপার্সন প্রতিমা মালাকার, পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন হেমালি দেববর্মা, পিসিসিএফ  আর.কে. শ্যামল সহ অন্যান্য অতিথিবৃন্দ।  ইন্দো জার্মান প্রকল্পে রাজ্যের মধ্যে ধলাই ও উত্তর জেলায় কাজ চলছে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রায় ১২ কোটি ৯০ লক্ষ টাকার অর্থরাশি প্রদান করা হয় পাশাপাশি ৪৩ দিচক্র যান প্রদান করা হয়।   বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন এই প্রকল্পের মাধ্যমে নানা ধরনের উন্নয়নমূলক কাজ চলছে খুব শীঘ্রই ধলাই জেলায় তিনটি পার্ক গড়ে তোলা হবে। পাশাপাশি সবুজায়ন কে রক্ষা করবার জন্যেও তিনি সকলের প্রতি আবেদন রাখেন।

বিভাগ