পশ্চিমতীরের ঐতিহাসিক স্থাপনা দখলের পরিকল্পনা ইসরাইলের

Nov 22, 2025

পশ্চিমতীরের ঐতিহাসিক স্থাপনা দখলের পরিকল্পনা ইসরাইলের

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   ফিলিস্তিনের দখলকৃত পশ্চিমতীরে রোমান যুগের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা দখলের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল। দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকারের একটি নথিতে এমন তথ্য উঠে এসেছে।  প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমতীরে রোমান যুগের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা দখলের কথা এমন এক সময় সামনে এলো যখন পশ্চিমতীরে লাগামহীন সহিংসতা বন্ধ করতে আন্তর্জাতিক মহল ইসরাইলের ওপর চাপ বাড়াচ্ছে। এছাড়া ফিলিস্তিনি ভূখণ্ডে এসব হামলা প্রায়শই হচ্ছে কোনও বাধা ছাড়াই, আর অনেক ক্ষেত্রে ইসরাইলি সেনাবাহিনীর প্রত্যক্ষ সহায়তায়।ইসরাইলের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন জানায়, তারা পশ্চিমতীরের সেবাস্তিয়া এলাকার বিস্তীর্ণ অংশ রাষ্ট্রীয় মালিকানায় নিতে চায়। সেবাস্তিয়া হচ্ছে রোমান যুগের একটি বড় প্রত্নতাত্ত্বিক স্থাপনা।বৈধ বসতি স্থাপনবিরোধী সংগঠন পিস নাও জানায়, পুরো স্থাপনাটি প্রায় ১ হাজার ৮০০ দুনাম (১৮০ হেক্টর বা ৪৫০ একর) এলাকায় বিস্তৃত। এটি অধিগ্রহণ করা হলে প্রত্নতাত্ত্বিক দিক থেকে এটিই হবে ইসরাইলের সবচেয়ে বড় জমি দখল।

বিভাগ