‘ছিপছিপে’ মিশেল ওবামাকে নিয়ে বিতর্কের ঝড়

Nov 26, 2025

‘ছিপছিপে’ মিশেল ওবামাকে নিয়ে বিতর্কের ঝড়

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা আগের চেয়ে অনেক বেশি অনেক বেশি ছিপছিপে হয়ে গেছেন। তার সদ্য তোলা ছবিগুলো তারই প্রমাণ। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহকারীদের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। অনেকের অভিযোগ, ওজন কমানোর ওষুধ খেয়েই এমন পাতলা হয়েছেন মিশেল।বিখ্যাত আলোকচিত্রী অ্যানি লেইবোভিৎজের তোলা নতুন ফটোশুটে ‘অতিরিক্ত ছিপছিপে’ দেখা যাওয়ায়  মিশেল ওবামা সোশ্যাল মিডিয়া জুড়ে এখন ট্রেন্ডিংয়ে রয়েছেন।স্কাই নিউজের মতে, ইনস্টাগ্রামে প্রকাশিত ছবি এবং ভিডিও ক্লিপগুলোতে, ওবামা তার প্রকল্প ‘উইমেন’-এর সর্বশেষ সংস্করণের অংশ হিসেবে ধূসর টি-শার্ট, জিন্স এবং সোয়েড বুট পরে ছিলেন।কিন্তু অনলাইনের মনোযোগ দ্রুত তার বইটি থেকে বা তার স্বাস্থ্যকর জীবনযাপনের বার্তা থেকে সরে গেছে। পরিবর্তে, ব্যবহারকারীরা ভিত্তিহীন দাবি দিয়ে মন্তব্য বিভাগগুলো ভরিয়ে ফেলছেন। অনেকে বলছেন, ওবামা সম্ভবত জনপ্রিয় ওজন কমানোর ওষুধ ওজেম্পিকের দিকে ঝুঁকছেন।  

বিভাগ