বড়সড় অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পেলো কমলপুর বাইপাসে থাকা একটি হোটেল ও রেস্টুরেন্ট।

Nov 25, 2025

 বড়সড় অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পেলো কমলপুর বাইপাসে থাকা একটি হোটেল ও রেস্টুরেন্ট।

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   বড়সড় অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পেলো কমলপুর বাইপাসে থাকা একটি হোটেল ও রেস্টুরেন্ট। জানা যায় অন্যান্য দিনের মতো হোটেল বন্ধ করে বাড়িতে যায় হোটেল মালিক গোপাল দেব। রাত বারোটা নাগাদ খবর পায়  হোটেলে আগুন দেখা যাচ্ছে। সাথে সাথে অদূরে থাকা বাড়ি থেকে হোটেলে পৌঁছে দেখেন আগুন জ্বলছে। খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে। তারা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের বক্তব্য হোটেলের ভিতরে থাকা রান্নাঘরের ফ্রিজ থেকেই অগ্নিকাণ্ডের সূচনা হয়। আগুনের তীব্রতা এতো ছিল যে সামনের ঘরে থাকা বৈদ্যুতিক পাখা বাকা হয়ে যায়। তবে গোপাল দেব জানায় ভেতরে থাকা রান্নাঘরে তারা রান্নাবান্না করতোনা। তারা রান্না করতো হোটেলের সামনের ঘরে। ভেতরের রান্না ঘরে তারা চা তৈরি করে পান করতো। দুইটি ফ্রিজ সহ বাসনপত্র অন্যান্য জিনিষ ক্ষয়ক্ষতি হয়েছে।

বিভাগ