কাকুলিয়া বন দপ্তরের উদ্যোগে কাঠালিয়া  জে এফ এম সি এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় শিক্ষা সামগ্রী এবং শীতবস্ত্র, কম্বল বিতরণ

Nov 26, 2025

কাকুলিয়া বন দপ্তরের উদ্যোগে কাঠালিয়া  জে এফ এম সি এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় শিক্ষা সামগ্রী এবং শীতবস্ত্র, কম্বল বিতরণ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  আজ দক্ষিণ জেলার মুহুরিপুর জাতীয় মৎস্য খামারের কনফারেন্স হলে কাকুলিয়া বন দপ্তরের উদ্যোগে কাঠালিয়া  জে এফ এম সি এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় শিক্ষা সামগ্রী এবং শীতবস্ত্র, কম্বল বিতরণ অনুষ্ঠান। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সমবায় দপ্তরের মাননীয় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, জোলাইবাড়ি ব্লক এডভাইজারি চেয়ারম্যান অশোক মগ , দক্ষিণ পিলাক জেলার প্রাক্তন সম্পাদক বিকাশ বৈদ্য সহ বিশিষ্ট সমাজসেবী সুজিত দত্ত, দক্ষিণ জেলার  বন অধিকর্তা গৌরব রবীন্দ্র ওয়াঘ, রেঞ্জ অফিসার শেখর লোধ, বিট অফিসার অভিজিৎ দাস সহ অন্যান্য আধিকারিকরা। এদিন মোট ৫৬ জন ছাত্রছাত্রীদের মধ্যে স্কুল ব্যাগ,খাতা, কলম ইত্যাদি বিতরণ করা হয়। পাশাপাশি ৪৫ জন এলাকার দুস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লা চরন নোয়াতিয়া বনজ সম্পদ রক্ষ রক্ষা করার আহ্বান করেন। পাশাপাশি বেশি পরিমাণে গাছ লাগানোর জন্য সকলের প্রতি অনুরোধ করেন।

বিভাগ