দুষ্কৃতী জাহাঙ্গীর হোসেনের আক্রমণে আহত অনিকেত দেব

Nov 26, 2025

দুষ্কৃতী জাহাঙ্গীর হোসেনের আক্রমণে আহত অনিকেত দেব

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নগর শাখার সম্পাদকের কাছ থেকে জানা যায়, গতকাল শনি ছড়ায় দুষ্কৃতীদের দ্বারা আক্রমণে ৮ বছরের স্কুল পড়ুয়া নিহত ও তার মা গুরুতর আহত হন। সেই ব্যাপারে কথা বলার জন্য চুড়াইবাড়ি থানার উদ্দেশ্যে রওনা হয়েছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্ররা। পথে একটি খবর পাবার পর কালাছড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গেলে জাহাঙ্গীর হোসেন নামের এক দুষ্কৃতী অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের জেলা সংযোজক অনিকেত দেবের ওপর প্রকাশ্যে আক্রমণ করে যা ধরা পড়ে এক ছাত্রদের মোবাইলে তোলা ছবিতে। দুষ্কৃতী জাহাঙ্গীর হোসেনের আক্রমণে আহত অনিকেত দেবকে জেলা হাঁসপাতালে নিয়ে আসে। বর্তমানে সেখানে চলছে চিকিৎসা। খবর পেয়ে জেলা হাসপাতালে ছুটে আসেন ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি কাজল দাস, জেলা পরিষদের সদস্য জয়জিৎ শর্মা।  

বিভাগ