নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ কিছুদিন ধরে চুপ থাকার পর পুনরায় ককবরক ভাষার রোমান স্ক্রিপ্ট চালুর দাবিতে পথে নামল তিপ্রা স্টুডেন্টস ফেডারেশন বা টিএসএফ। এদিন ককবরক ভাষার রোমান স্ক্রিপ্টের দাবিতে জনজাতি ভিত্তিক এই ছাত্র সংগঠনটি গণ অবস্থান পালন করে ।রাজধানীর সার্কিট হাউজ এলাকায় এই গণ অবস্থান কর্মসূচি পালিত হয় ।কর্মসূচিতে টিএসএফের রাজ্য নেতৃবৃন্দের সাথে শহ র এলাকার নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। এই গণ অবস্থান প্রসঙ্গে টিএসএফ এর সহ-সভাপতি জন দেববর্মা জানান, ৫০ বছর হয়ে গেছে ,ককবরক বাসার কোন হরফ নেই। এভাবে চলতে পারেনা। মুখ্যমন্ত্রী সহ রাজ্য মন্ত্রিসভা এবং প্রশাসনের আধিকারিকদের সংশ্লিষ্ট বিষয়ে মানসিকতা পাল্টানোর দরকার বলে মনে করেন তিনি। মানসিকতায় পরিবর্তন আনলেই তাদের সমস্যার সমাধান হবে। তিপ্রা স্টুডেন্টস ফেডারেশনের সহ-সভাপতি আরও জানান ,ককবরকের সমস্ত টেক্সট বইগুলি রোমান হরফে লিখতে হবে ।মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র রোমান স্ক্রিপ্টে হতে হবে ।এই দাবিতে এদিন রাজধানীতেই গণঅবস্থান কর্মসূচি পালন করছেন তারা। প্রয়োজনে এই আন্দোলন গোটা রাজ্যে ছড়িয়ে দেওয়া হবে।