মদিনার কাছে বাস দুর্ঘটনার কবলে ভারতীয়রা, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

Nov 18, 2025

মদিনার কাছে বাস দুর্ঘটনার কবলে ভারতীয়রা, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃসৌদি আরবের মদিনার কাছে ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে বাসের ধাক্কায় আগুন লেগে বহু তীর্থযাত্রী পুড়ে মারা গিয়েছেন বলে জানা যাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদের অধিকাংশই ভারতের নাগরিক এবং তাঁদের মধ্যে বেশ কয়েক জন হায়দরাবাদের বাসিন্দা। অন্তত ৪২ জন ভারতের নাগরিক এর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার তিনি সোশ্যাল মিডিয়ায় জানান, মদিনায় দুর্ঘটনার কবলে ভারতীয় নাগরিকদের জন্য গভীরভাবে শোকাহত। যাঁরা স্বজন হারালেন তাঁদের প্রতি আমার গভীর সমাবেদনা রইল ৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করি ৷ রিয়াধে অবস্থিত দূতাবাস এবং জেড্ডার কনস্যুলেট সম্ভাব্য সকল সহায়তা প্রদান করছে। আমাদের আধিকারিকরা সৌদি কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ রেখে চলছেন।

 

উল্লেখ্য, মক্কা থেকে মদিনা যাচ্ছিল পুণ্যার্থীদের বাসটি। সোমবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪২ জনের। মৃতদের মধ্যে একাধিক মহিলা ও শিশু রয়েছে। এখনও অবধি যা খবর, ২০ জন মহিলা, ১১ জন শিশু–সহ কমপক্ষে ৪২ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। সূত্রের খবর, যখন সেই দুর্ঘটনা ঘটে, বেশির ভাগ যাত্রীই ঘুমিয়ে ছিলেন। 

বিভাগ