বিতর্কে জড়ালেন এআর রহমান

Nov 12, 2025

বিতর্কে জড়ালেন এআর রহমান

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃবিনোদন জগতের কিংবদন্তি সংগীতপরিচালক, সুরকার ও সংগীতশিল্পী এআর রহমান এবার সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে তোপের মুখে পড়েছে। নারী নির্যাতন ও পকসো ধারায় অভিযুক্ত কোরিওগ্রাফার শাইক জানি বাশারের সঙ্গে নতুন একটি সিনেমার গানে কাজ করতে গিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন এ অস্কারজয়ী সুরকার। 

সম্প্রতি সামাজিক মাধ্যমে জানি বাশারের সঙ্গে এআর রহমানের একটি ছবি ছড়িয়ে পড়ার পরই শুরু হয় নিন্দার ঝড়।

একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, অভিনেত্রী জাহ্নবী কাপুর ও  অভিনেতা রামচরণ অভিনীত সিনেমা ‘পেদ্দি’-এর ‘চিকিরি চিকিরি’ গানের সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অস্কারজয়ী এআর রহমান। আর এই গানটির নৃত্য পরিচালনার (ড্যান্স কোরিওগ্রাফি) দায়িত্বে আছেন জানি বাশার। 

বলিউড কোরিওগ্রাফার জানি বাশার নিজেই এদিন এআর রহমানের সঙ্গে ছবিটি সামাজিক মাধ্যমে পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন—তার গান শুনেই বড় হয়েছি। আজ তার সুর করা গানে আমি কোরিওগ্রাফি করব। এ এক পরম প্রাপ্তি আমার জীবনের।

বিভাগ