সালমানের ফার্ম হাউসের অন্দরের ঘটনা ফাঁস করলেন শেহনাজ গিল

Nov 14, 2025

সালমানের ফার্ম হাউসের অন্দরের ঘটনা ফাঁস করলেন শেহনাজ গিল

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃবলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের ‘কিসি কা ভাই, কিসি কি জান’ সিনেমার সূত্রে অভিনয় করার সুযোগ হয়েছিল অভিনেত্রী শেহনাজ গিলের। সৌভাগ্য হয়েছিল সালমানের খামারবাড়িতে যাওয়ারও। ভাইজানের বাড়ির নাম ‘গ্যালাক্সি’। প্রায়ই বাড়ির সামনে ভিড় করেন তার ভক্ত-অনুরাগীরা। তবে সালমানের খামারবাড়ি নিয়ে মানুষের আগ্রহ তুলনায় অনেক বেশি। কী হয় সেই খামারবাড়িতে? এবার সেই তথ্যফাঁস করলেন শেহনাজ গিল।

‘বিগ বস্ ১৩’ থেকে অভিনেত্রীর সঙ্গে পরিচয় সালমান খানে। এরপর থেকেই ভাইজানের স্নেহধন্যা শেহনাজ গিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, তিনি সালমানের খামারবাড়িতে দুই-এক দিন থেকেছেনও। তিনি বলেন, ‘কিসি কা ভাই, কিসি কি জান’ সিনেমার সময়ে আমরা গিয়েছিলাম। আমরা দুই-এক দিন থেকেছিলামও। খুব মজা করেছিলাম। 

বিভাগ