৯৫ বলে ১৭১ করে রেকর্ড গড়লেন সেই সূর্যবংশী

Dec 13, 2025

৯৫ বলে ১৭১ করে রেকর্ড গড়লেন সেই সূর্যবংশী

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  আন্ডার-১৯ এশিয়া কাপে শুক্রবার দারুণ এক ইনিংস খেললেন ভারতের কিশোর ওপেনার বৈভব সূর্যবংশী। মাত্র ৫৬ বলে সেঞ্চুরি ছুঁয়ে ফেলেন। থেমেছেন ৯৫ বলে ১৭১ রান করে।বৈভবের ইনিংস ছিল পরিষ্কার শক্তির ব্যাটিং। তিনি ১২টি ছক্কা মারেন। এটি যুব এশিয়া কাপে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার নতুন রেকর্ড। আগের রেকর্ড ছিল আফগানিস্তানের দারউইশ রাসুলির। তিনি ২০১৭ সালে ১০টি ছক্কা মেরেছিলেন। বৈভব সেই রেকর্ড ভেঙে দিলেন অনায়াসে।ইনিংসের শুরুতে বৈভব কিছুটা সাবধান ছিলেন। ইউএই বোলার আলি আসগারের একটি ওভারে তিনি টানা পাঁচটি ডট বল খেলেন। মনে হচ্ছিল তিনি ছন্দ খুঁজছেন। কিন্তু ওভারের শেষ বলটি বাউন্ডারিতে পাঠিয়েই তিনি আক্রমণের ইঙ্গিত দেন। এরপর আর থামেননি।চতুর্থ ওভারে তিনি শামসকে দুটি ছক্কা আর একটি চার মারেন। তার আক্রমণাত্মক ব্যাটিংয়ে ভারতের রান রেট সবসময় ছয়ের ওপরে ছিল। অপর প্রান্তে আয়ুশ মাত্রে আউট হলেও তা দলের ওপর কোনো চাপ ফেলতে পারেনি। বৈভব নিজের ইনিংস দিয়ে সেই সময়টুকুও সামলে নেন। যেভাবে এগোচ্ছিলেন, তাতে মনে হচ্ছিল যুব ওয়ানডেতে ভারতের সর্বোচ্চ রানের রেকর্ডটাও বুঝি ভেঙে দেবেন। ২০০২ সালে অজিঙ্কা রাহানে ১৭৭ রানের অপরাজিত এক ইনিংস খেলে রেকর্ডটা গড়েছিলেন। তবে তার ৬ রান আগেই থামতে হয় বৈভবকে। তবে সেই রেকর্ডটা না ভাঙা হলেও যুব ওয়ানডের সেরা ১০ এ উঠে এসেছে তার এই ইনিংস।