শিশুর স্বর্ণালংকার ছিনতাই করে গণধোলাই খেল এক রিকশাচালক

Dec 16, 2025

শিশুর স্বর্ণালংকার ছিনতাই করে গণধোলাই খেল এক রিকশাচালক

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

প্রকাশ্য দিবালোকে এক শিশুর গলার স্বর্ণালংকার ছিনিয়ে নিলো এক রিকশাচালক ।ঘটনা সোমবার দুপুরে রাজধানীর কৃষ্ণনগর এলাকায়। এলাকাবাসী গণধোলাই দিয়ে রিকশাচালকের কাছ থেকে স্বর্ণালংকারটি উদ্ধার করে তাকে পুলিশের হাতে তুলে দেন।

রাজধানীতে প্রকাশ্য দিবালোকে চুরি এবং ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পাচ্ছে ।সোমবার সকালে এমনই এক ছইন্তাইয়ের ঘটনা ঘটলো রাজধানীর কৃষ্ণনগর এলাকায় ।  এক মহিলা পোস্ট অফিস চৌমুহনী থেকে রিকশা করে কৃষ্ণনগরস্থিত অখিল ভারতীয় বানবাসী কল্যাণ আশ্রম সংলগ্ন এলাকায় তার বোনের বাড়িতে যাচ্ছিলেন। মহিলার কোলে এক শিশু সন্তান ছিল ।  রিক্সা চালক গন্তব্যস্থলে গিয়ে মহিলাকে বলেন ,আপনি ব্যাগ থেকে টাকা বের করুন ।   শিশুটিকে আমার কোলে দিন ।মহিলা বিশ্বাস করে শিশু সন্তানটিকে রিকশা চালকের কোলে তুলে দিয়ে ব্যাগ থেকে রিকশা ভাড়া বের করতে উদ্যত হন। আর এই সময়ের মধ্যেই শিশুটির গলার স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে যায় রিকশাচালক ।শিশুটি সাথে সাথে ঘটনাটি তার মার কাছে জানায় ।মহিলা তার গলায় স্বর্ণের চেইন দেখতে না পেয়ে চিৎকার শুরু করেন ।মহিলার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন ।তখন মহিলা স্থানীয়দের এই কথা জানান। স্থানীয় যুবকরা রিকশাচালক কে ধরে উত্তম মাধ্যম দিলে সে ছিনতাই করা স্বর্ণের চেনটি উদ্ধার করে দেয়। এদিন মহিলা সাংবাদিকদের সামনে এই কথা জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং অভিযুক্ত রিকশা চালককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। প্রকাশ্য দিবালোকে এমন নাটকীয়ভাবে স্বর্ণালংকার ছিনতাই এর ঘটনাকে কেন্দ্র করে এদিন কৃষ্ণনগর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।