রবীন্দ্র স্মৃতি বিজড়িত উমাকান্ত একাডেমীর ১৬৩ তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত

Dec 16, 2025

রবীন্দ্র স্মৃতি বিজড়িত উমাকান্ত একাডেমীর ১৬৩ তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

১৬৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা সংঘটিত করলো উমাকান্ত একাডেমি এলামনি। শোভাযাত্রায় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

সোমবার ১৬৩ তম বর্ষ অতিক্রম করে ১৬৪ তম বর্ষে পদার্পণ করল রবীন্দ্র স্মৃতিবিজড়িত রাজ্যের উমাকান্ত একাডেমী ।উত্তর পূর্বাঞ্চলের অন্যতম প্রাচীন এই শিক্ষা প্রতিষ্ঠানের ১৬৩ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে এদিন রাজধানীতে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় ।শুভযাত্রা আয়োজন করে উমাকান্ত একাডেমী এলামনি। এই প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠানের ১৬৩ তম বার্ষিকী উদযাপন উপলক্ষে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সংগঠনের এক সদস্য তথা বিশিষ্ট আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী তার স্মৃতি রোমন্থন করে জানান, প্রতিবছর তারা এই দিনটি উদযাপন করেন। তিনি নিজে ১৯৭৫ সালের এই বিদ্যালয়ের ব্যাচের ছাত্র ছিলেন। বিদ্যালয়ে চৌকাঠ অতিক্রমের ৫০ বছরের বেশি সময় অতিক্রান্ত হলেও এখনো বিদ্যালয়ের প্রতি তির ও তাদের টিন রয়ে গেছে। তিনি জানান ,এই অনুষ্ঠানগুলোতে যখন আমাদের থেকেও বর্ষীয়ান  প্রাক্তনিরা উপস্থিত হন তখন মনে হয় এই পথ চলাতেই আনন্দ।এদিন বিদ্যালয়ের এলামনি কমিটির সভাপতি শুভব্রত দেব জানান ,১৬৩ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে উমাকান্ত একাডেমীর সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গনে এসে সমাপ্ত হবে ।১৬৩ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এর মধ্যে রয়েছে প্রীতি ক্রিকেট ম্যাচ এবং বিভিন্ন বিভাগের ছাত্রদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা।

বিদ্যালয়ের ১৬৩ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে উমাকান্ত একাডেমী এলামনি আয়োজিত এই শোভাযাত্রায় বিদ্যালয়ের বর্তমান ছাত্ররাও অংশগ্রহণ করে ।শোভাযাত্রায়  দুটি ট্যাবলুর মাধ্যমে বিদ্যালয়ের ঐতিহ্য তুলে ধরা হয়।